ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd/UBRNVerification এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে Search করুন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে সেটা পুনরুদ্ধার করার অন্যতম একটা উপায় হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা। তবে এটা করার জন্য আপনাকে সংশ্লিষ্ট union parishad এ যোগাযোগ করতে হবে না। বরং আপনি নিজেই গরবেছে নিজের হাতর স্মার্টফোন দিয়ে এই কাজটি করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্ত কাজ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সরাসরি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা। এক্ষেত্রে আপনারা চাইলেই জন্ম নিবন্ধন সংশোধন, আবেদনসহ নানা কাজ করে নিতে পারবেন। তবে আপনি যদি অনলাইন কপিটা ডাউনলোড করতে চান, সে ক্ষেত্রে পরিষদে যোগাযোগ করার প্রয়োজন নেই।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে https://bdris.gov.bd/login এই লিংকটি ভিজিট করে আপনার username এবং password দিন তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ইউনিয়ন পরিষদ জন্ম সনদ ডাউনলোড করুন।
- জন্ম ওয়েবসাইটের হোম পেজ লগইন করুন
- ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত User name এবং Password দিন
- ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে জন্ম নিবন্ধন পূনঃ মুদ্রণ করুন
তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, এখানে যেহেতু ইউজারনেম এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে তাই এটা সাধারণ ব্যক্তিবর্গের জন্য নয়। বরং এটা ইউনিয়ন পরিষদ এই কর্মরত সচিব এবং দায়িত্বরত কর্মকর্তাদের জন্য।
নির্দিষ্ট ইউনিয়ন পরিষদের জন্য নির্দিষ্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড থাকে। তবে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক শীল এবং স্বাক্ষরকৃত জন্ম সনদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সশরীরে তাদের সাথে (ইউনিয়ন পরিষদে) যোগাযোগ করতে হবে।
তবে এক্ষেত্রে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমানে ফি চার্জ করা হতে পারে সেটা ৫০-১০০ টাকার মধ্যে হতে পারে। তাই প্রথমত বহুল ব্যবহৃত এই Union Parishad janmoni Bandhan পেতে হলে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে।
তবে আপনার যদি বর্তমানে অনলাইন জন্ম নিবন্ধন দিয়েই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে সেটা অনলাইনে নিজে নিজেই করে নিতে পারবেন। তবে এই প্রসেসটা জানতে হলে আপনাকে আর্টিকেলটা শেষ পর্যন্ত পড়তে হবে, যেটা কিনা আমি নিচে বলেছি।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ফি
সরকার কর্তৃক জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হলে নির্ধারিত ফি আপনাকে প্রদান করতে হবে। তবে এটা নির্ভর করবে আপনার নিবন্ধন কিংবা আবেদনের উপর ভিত্তি করে। বিশেষত ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নতুন জন্ম নিবন্ধন করতে ২৫ টাকা থেকে ৫০ টাকা এবং সংশোধন করতে ৫০ টাকা থেকে ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।
আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই নির্ধারিত ফি’টা জন্ম নিবন্ধন ফি অনলাইন পেমেন্ট এর মাধ্যমে বিকাশ দিয়েও সম্ভব। তবে এই নিয়ে আমি চিন্তা করেছি নির্দিষ্ট একটা আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করতে। যদি সম্ভব হয় এখানে ওই আর্টিকেলের লিংকটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব।
আমার recomment থাকবে যদি সম্ভব হয় এই নির্ধারিত ফি’টা বিকাশ ইত্যাদির মাধ্যমে পরিশোধ করার জন্য। যেন পরবর্তীতে আবার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে গিয়ে আপনার সমস্যার সম্মুখীন হতে না হয়।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ পেতে কয়দিন লাগে
সাধারণত নতুন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার ফর আমাদেরকে সেটা ইউনিয়ন পরিষদে সাবমিট করতে হয়। আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে পরবর্তী ১৫ কার্যদিবেশের মধ্যে আপনার জন্ম নিবন্ধন পেয়ে যাবেন/লাগে।
প্রথমে আমাদেরকে একটা জন্ম সনদ করার জন্য অনলাইনে আবেদন করতে হয় নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে। আর সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হয় এবং সেটা নিয়ে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হয়। আর আপনার আবেদনকৃত প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে অনুমোদন পেয়ে যাবে।
আর যখন অনুমোদন পেয়ে যাবে তারপর পরবর্তী ১৫ কার্য দিবসের মধ্যেই আপনার জন্ম সনদ রেডি হয়ে যাবে(তবে এটা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা ইত্যাদির কারণে কম-বেশি হতে পারে)। তবে এটা বলা যায় যে, আপনি যত তাড়াতাড়ি আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন করবেন তত তাড়াতাড়িই পেয়ে যাবেন।
যদি আপনার জন্ম নিবন্ধন টা হারিয়ে যায় তাহলে সেটা পুনঃ মুদ্রন করার জন্য অবশ্যই সশরীরে ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়/সিটি কর্পোরেশনে যোগাযোগ করতে হবে। যেহেতু এটা আপনি অনলাইনে করতে পারবেন না বরং অফিসের কর্মকর্তাকেই করতে হবে, তাই অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে।
আপনার জন্ম নিবন্ধন পুনঃ মুদ্রন বা রেডি হয়ে গেলে আপনি চেয়ারম্যান, মেম্বারের শীল-স্বাক্ষর অতি দ্রুত নিয়ে নিতে পারবেন। যেহেতু পূর্ববর্তী আপনার জন্ম নিবন্ধন রেডি হয়ে গেছে এবং অনলাইন কপি অনলাইনেই পাওয়া যাচ্ছে এটা কোন ডুপ্লিকেট বা জালিয়াতি নয়।
শুধুমাত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক সচিবালয়ের কাছ থেকে আপনার অফলাইন বা ইউনিয়ন পরিষদ জন্ম সনদটা নিয়ে চেয়ারম্যান মেম্বারের সীল-স্বাক্ষর নিয়ে নিবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
অনেক সময় বিভিন্ন কারণে হয়তো ইউনিয়ন পরিষদ জন্ম সনদ কালেক্ট করতে বা ডাউনলোড করতে পারবো না। সেটা হতে পারে দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তা বা অন্যান্য কারণে। তাই আপনার জন্য সনদটা যদি অতি প্রয়োজনীয় হয় তাহলে জন্ম নিবন্ধন অনলাইন ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন।
তবে এর জন্য অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই এর মাধ্যমে জেনে নিতে হবে আপনার জন্ম সনদ অনলাইনে আছে কিনা। যদি আপনার জন্ম সনদ অনলাইনে না থাকে তাহলে অনলাইন কপি পাবেন না তাই অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করুন।
তবে কিভাবে আপনি জন্ম নিবন্ধন এর অনলাইন কপি ডাউনলোড করবেন এই রিলেটেড আমার নির্দিষ্ট একটা আর্টিকেল পাবলিশ করা আছে। আপনি যদি সেই আর্টিকেলটা আসতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করে জেনে আসবেন।
মূলত প্রসেসটা হচ্ছে এরকম, আপনাকে প্রথমে https://everify.bdris.gov.bd এই ওয়েবসাইট টা ভিজিট করে আপনার জন্ম নিবন্ধন নাম্বার (১৭ ডিজিটের), জন্ম তারিখ (দিন-মাস-বৎসর এই ফরমেটে), সর্বশেষ একটা ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করবেন। সবশেষে আপনার কীবোর্ড থেকে CTR+P চাপ দিয়ে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড বা প্রিন্ট করে নিবেন।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কি?
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন হচ্ছে মূলত অফলাইন জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন মূলত আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি অনলাইন জন্ম সনদের চাইতে। যেহেতু ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন এর মধ্যে চেয়ারম্যান, মেম্বার এর শীল-স্বাক্ষর করা থাকে তাই হয়তো আমরা এটা গ্রহণযোগ্য বলে বেশি মনে করি।
ইউনিয়ন পরিষদের কাজ কি?
আইন কর্তৃক যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো পূরণ করায় ইউনিয়ন পরিষদের কাজ যেমন আইনশৃঙ্খলা রক্ষা করা এবং এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা। স্থানীয় অর্থনীতি এবং উন্নয়ন গঠনই মূলত তাদের প্রধান কাজ।