এখন থেকে এক শব্দের জন্ম নিবন্ধন আবেদন প্রত্যাখ্যান করা হবে

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল মোঃ রাশিদুল ইসলাম সংবাদ মাধ্যমে জানান এখন থেকে জন্ম নিবন্ধন আবেদন করার সময় দুই শব্দের নাম ব্যবহার করতে হবে। কেউ যদি এক শব্দের নাম যেমন রাশেদ, বেলাল, আরিফ, মর্জিনা এরকম এক শব্দের নামে জন্ম নিবন্ধনের আবেদন করে তাহলে সেটা প্রত্যাখ্যান করা হবে।

এক নিবন্ধ থেকে জানা যায়, এক শব্দ দিয়ে জন্ম নিবন্ধন করার ফলে যখন পাসপোর্ট এর আবেদন করে সেখানেও এক শব্দের নাম উল্লেখ করা হয়। ফলে বিদেশে গিয়ে বিভিন্ন রকম সেবা পেতে পড়তে হয় বিভিন্ন সমস্যায়। তাই এক শব্দের নাম দিয়ে আর জন্ম নিবন্ধনের আবেদন করা হলে সেটা প্রত্যাখ্যান করা হবে।

জন্ম নিবন্ধন প্রতিটা ব্যক্তির প্রাথমিক পরিচয় পত্র। শিশু জন্মগ্রহণের পর ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করে ফেলা খুবই প্রয়োজনীয়। আর এই জন্ম নিবন্ধন এর উপর ভিত্তি করেই পরবর্তী সমস্ত ডকুমেন্টস যেমন এন আইডি, পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্টস রেডি করা হয়।

তাই আপনি যদি জন্ম নিবন্ধন এর মধ্যে এক শব্দের নাম/ডাকনাম উল্লেখ করে থাকেন, তাহলে পরবর্তীতে সেটা সমস্যায় পরিণত হবে। যদিও বা আগেরকার সময়ে এক শব্দের জন্ম নিবন্ধন রেজিস্টার করা হতো, তবে এখন থেকে আর এক এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন রেজিস্টার করা হবে না বরং সেটা প্রত্যাখ্যান করা হবে।

২০০৪ সালে জন্ম নিবন্ধন আইন করা হয় এবং যেটা কার্যকর করা হয় ২০০৬ সালে। বর্তমান সময়ে বিবাহ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স এমনকি জাতীয় পরিচয় পত্র করাতীয় জন্ম নিবন্ধনের প্রয়োজন। যদিও বা দুই হাজার দশ সালের আগে হাতের লেখা জন্ম নিবন্ধন অ্যাভেইলেবল ছিল এবং গ্রহণযোগ্যও ছিল, কিন্তু এখন সেটা আর চলবে না।

বরং আপনার জন্ম নিবন্ধন হতে হবে ডিজিটাল এবং যেটা কিনা চালু করা হয় ২০১০ সালের পর থেকে। তাই আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা অবশ্যই জন্ম নিবন্ধন যাচাইয়ের মাধ্যমে সেটা জেনে নেওয়া আবশ্যক। মূলত আজকের মূল বিষয় হচ্ছে জন্ম নিবন্ধন এক শব্দের আর করা যাবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *