জন্ম সনদের মধ্যে কোন প্রকার ভুল থাকলে জন্ম নিবন্ধন সংশোধন করাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। যদি না করেন স্কুল ভর্তি, ভোটার আইডি কার্ড করানো এবং বিভিন্ন পর্যায়ে সমস্যার সম্মুখীন হবেন। বিশেষ করে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার সময় আমরা বিভিন্ন ভুল তথ্য শেয়ার করি বিদায় ভুল হয়ে যায়।

প্রাথমিকভাবে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ যখন জাতীয় পরিচয় পত্র করানো হয় না তখন আপনার নাগরিকতা প্রমাণ হবে জন্ম নিবন্ধনের উপর।

ছেলে মেয়েদের স্কুল ভর্তি, ওয়ারিশ সনদ থেকে শুরু করি অনেক ক্ষেত্রেই জন্ম নিবন্ধনের প্রয়োজন। আর এই জন্ম নিবন্ধনে যদি বলতে থাকে তাহলে কি হয়? তো এই সমস্যা আপনার যদি হয়ে থাকে তাহলে আজকের এই নিবন্ধটি পড়ে জেনে নিন birth registration correction করতে কি কি প্রয়োজন, birth certificate correction কেন প্রয়োজন ইত্যাদি বিষয় সম্পর্কে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে যা লাগবে

জন্ম নিবন্ধন সংশোধন করতে এনআইডি কার্ড, একাডেমিক সনদ, হসপিটাল সার্টিফিকেট, কাউন্সিলর বা চেয়ারম্যান এর প্রত্যয়ন পত্র, তাছাড়া আবার আপনার সংশোধনের ধরণের উপর ভিত্তি করে ডকুমেন্টস এর ভিন্নতা রয়েছে।

নতুন নিয়মে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

তাই আপনি যদি birth certificate correction করেন সেই ক্ষেত্রে হোল্ডিং বা টেক্সট পরিষদের রশিদ, ইউটিলিটি বিলের ফটোকপি ইত্যাদি প্রয়োজন পড়ে। তাই জেনে নিন নিচের table থেকে আপনি কোনটা আপনার জন্য প্রয়োজন।

  • নিজের নাম ও মাতা পিতার নাম: এন আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট(যদি থাকে), পিতা মাতার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট, টিকার কার্ড বা হাসপাতাল সার্টিফিকেট
  • স্থায়ী ঠিকানা সংশোধনের ক্ষেত্রে: চেয়ারম্যান অথবা কাউন্সিলের প্রত্যয়ন পত্র আর স্থায়ী ঠিকানা হালনাগাদ কর পরিষদের রশিদ প্রয়োজন পড়বে।
  • বর্তমান ঠিকানা সংশোধনের ক্ষেত্রে: বিদ্যুৎ ইউটিলিটি বিল এর ফটোকপি

এখন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে অনলাইনে ঘরে বসে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ ইত্যাদি জন্ম নিবন্ধনের কোন ভুল সংশোধন করার আবেদন করবেন এই বিষয়টি।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনার জন্ম নিবন্ধন সার্চ করুন, নিবন্ধন কার্যালয় সিলেক্ট করুন, কোন তথ্য সংশোধন করতে চান সেটা বাছাই করে সংশোধিত ও তথ্য দিন, পরবর্তীতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে birth registration correction আবেদন করুন।

এখন আপনার আবেদন কপিটি কোন একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন। তাদেরকে গিয়ে জানান যে, আমি অনলাইনে আমার birth registration correction এর আবেদন করেছি এবং সেটার আবেদন কপি হচ্ছে এটা।

তারা আপনার তথ্য যাচাই বাছাই করে দেখবে এবং আবেদনটা গ্রহণ করে নিবে। পরবর্তীতে আপনি সংশোধিত কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন জন্ম নিবন্ধন যাচাই এর মাধ্যমে।

যেহেতু আবেদন করার ওয়েবসাইটটা সরকারি তাই এখানে বাংলাদেশের সকল নাগরিকই চাইলে তাদের জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারবে। যার কারণে আজকে স্টেপ বাই স্টেপ দেখানো হলো কিভাবে কি করতে হবে, চলুন জেনে আসি।

step#1: bdris ওয়েব সাইট ভিজিট করুন

আপনি অনলাইনের মধ্যে জন্ম নিবন্ধনের যাই করেন না কেন বর্তমান সময়ে আপনাকে প্রবেশ করতে হবে bdris এই ওয়েবসাইটে। সুতরাং আপনি জন্ম নিবন্ধনের সংশোধন আবেদন করতে চাইলে সর্বপ্রথম https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

visit bdris website 1

মূলত এখানে আপনি দুইভাবে প্রবেশ করতে পারেন একটা হচ্ছে সরাসরি উপরে দেওয়া লিংকে ক্লিক করে দ্বিতীয় টা হচ্ছে bdris.gov.bd/br/correction এটা লিখে গুগলে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

যেভাবেই হোক আপনাকে প্রথম স্টেপ কমপ্লিট করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং পরবর্তীতে কমপ্লিট করতে কি করতে হবে এ বিষয়টি জানতে পরবর্তী স্টেপটা ফলো করুন।

step#2: জন্ম নিবন্ধন তথ্য বের করুন

এই পর্যায়ে আপনাকে যে জন্ম নিবন্ধনটি আপনি সংশোধন করতে চান সেটা অনলাইন থেকে বের করতে হবে। মূলত এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান বাটন ক্লিক করে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা দেখতে হবে।

যেহেতু আপনি সংশোধনের কাজটা অনলাইনই করবেন তাই অবশ্যই আপনার আইডি কার্ড অনলাইনে থাকতে হবে। যদি আপনার বার্থ সার্টিফিকেট অনলাইনে না থাকে তাহলে অবশ্যই সেটা আগে অনলাইনে করে নিবেন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়মের মাধ্যমে।

তো এখন আমি যে ওয়েব সাইটে প্রবেশ করতে বলেছি সেখানে প্রবেশ করার পর নির্দিষ্ট একটা ইন্টারফেস দেখতে পাবেন। যেখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার দুইটা অপশন রয়েছে।

search birth certificate

সুতরাং এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিন পরবর্তীতে অনুসন্ধান নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধন এর বিভিন্ন তথ্য শো করবে।

select birth certificate

সেখান থেকে ডানপাশে একটা নির্বাচন করুন নামে বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার বার্থ সার্টিফিকেট সিলেক্ট করুন বা নির্বাচন করুন। এখন আপনাকে পরবর্তীতে স্টেপে যেতে হবে।

step#3: নিবন্ধন কার্যালয় ঠিকানা দিন

এখন আপনাকে আপনি যে কার্যালয় থেকে জন্ম নিবন্ধন করিয়েছেন তার ঠিকানা দিতে হবে। ঠিকানার মধ্যে আপনার দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন ক্যান্টেনমেন্ট/উপজেলা, পৌরসভা/ইউনিয়ন, অফিস দিতে হবে।

সুতরাং আপনি কোন দেশ থেকে এবং কোন বিভাগ ইত্যাদি থেকে জন্ম নিবন্ধন করিয়েছেন সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে পরবর্তী নামে একটা বাটন দেখতে পাবেন ডান পাশে সেখানে ক্লিক করুন।

registration address

তবে ঠিকানাটা যদি অটোমেটিকালি ভাবে আপনার দেওয়ার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ অনুযায়ী সিলেক্ট হয়ে যায় তাহলে আর দ্বিতীয়ত আপনাকে নিবন্ধন কার্যালয় ঠিকানা দিতে হবে না।

step#4: সংশোধনের তত্ত্ব বাছাই করুন

এখন আপনাকে আপনি কোন তথ্যটা আপনার জন্ম নিবন্ধন ভুল রয়েছে কিংবা পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন যেহেতু জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন মাত্র চার বার করা যায় তাই যেগুলো করা যায় সবগুলো একেবারেই করার চেষ্টা করবেন।

তাই কোন বিষয়টা সংশোধন করতে চান সেটা সিলেক্ট করুন যেমন আপনি যদি নাম বাংলায়, ইংরেজিতে সংশোধন করতে চান তাহলে সেগুলো সিলেক্ট করুন।

select correct info

এখানে বিষয় নামে একটা অপশন দেখতে পাবেন ঠিকতার ডান পাশে নির্বাচন করুন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করলেই বিভিন্ন জন্ম নিবন্ধনের তথ্য দেখতে পাবেন। সুতরাং সেখান থেকে আপনি কোনটি সংশোধন করতে চান যেমন আপনার নিজের নাম বাংলা/ ইংরেজি, জন্ম তারিখ ইত্যাদি বাছাই করুন।

তবে আপনি যদি আরো তথ্য সংশোধন করতে চান সে ক্ষেত্রে একটু নিচে ‘আরও তথ্য সংযোজন করুন’ নামে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আরো যেগুলো সংশোধন করতে চান সেগুলো সিলেক্ট করুন।

জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম

সুতরাং আপনি কোন বিষয়টি সংশোধন করতে চান সেটা সিলেক্ট করার সাথে সাথে নিজে আরেকটা অপশন শুরু করবে ‘চাহিত সংশোধিত তথ্য *’ নামে মূলত সেখানে আপনি যে বিষয়টা সংশোধন করতে চান তার আসল রূপ টা দিবেন। অর্থাৎ আপনি যদি নাম সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার যে নাম সঠিক রয়েছে সেটা দিবেন যেটা পরিবর্তন করতে চান আরকি। এক কথায় বলতে গেলে আপনাকে চাহিত সংশোধিত তথ্য এখানে দিতে হবে।

ডান পাশে আরেকটা অপশন দেখতে পাবেন যেখানে সংশোধনের কারণে লিখতে বলা হয়েছে। সুতরাং সেখানে আপনি কি কারণে সংশোধন করতে চান সেটা সিলেক্ট করে পরবর্তী অপশনে যান।

step#5: ঠিকানা দিন for birth certificate correction

এখন আপনাকে বিভিন্ন ঠিকানা দিতে হবে যেমন জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি। তো কিভাবে কি করবেন সেটা নিচে দেখানো হলো।

select address

ঠিকানার পর্যায়ে সর্বপ্রথম আপনার জন্মস্থানের ঠিকানা দিতে বলা হবে। সুতরাং আপনার জন্মস্থানের ঠিকানা ঠিক এভাবেই দিবেন যে প্রথমে দেশ, বিভাগ, ডাকঘর ইত্যাদি।

  • জন্মস্থানের ঠিকানা দিন: প্রথম আপনাকে জন্মস্থান এর ঠিকানা এভাবেই দেশ, বিভাগ, ডাকঘর(বাংলা/ইংরেজি), গ্রাম/পাড়া/মহল্লা(বাংলা/ইংরেজি০, বাসা ও সড়ক ( নাম, নম্বর )(বাংলা, ইংরেজি) দিতে হবে। যেগুলোতে লাল স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই দিতে হবে।
  • স্থায়ী ঠিকানা দিন: প্রথমে আপনার দেশ, বিভাগ, ডাকঘর(বাংলা/ইংরেজি), গ্রাম/পাড়া/মহল্লা(বাংলা/ইংরেজি০, বাসা ও সড়ক ( নাম, নম্বর )(বাংলা, ইংরেজি) দিতে হবে। যেগুলোতে লাল স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই দিতে হবে।
  • বর্তমান ঠিকানা দিন: ঠিক যেভাবেই উপরের ঠিকানা গুলোতে দেওয়া আছে ঠিক সেইভাবেই দিন। অবশ্যই যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা পার্থক্য হয়ে থাকে তাহলে পার্থক্যই দিবেন।

এভাবে আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ইত্যাদি দেওয়ার পরে চলে যেতে হবে পরবর্তী স্টেপে।

step#6: আবেদনকারীর তথ্য দিন

প্রথমে আপনাকে আবেদনাদিন ব্যক্তির সহিত সম্পর্কে দিতে হবে অর্থাৎ যে ব্যক্তিটি সংশোধনের জন্য আবেদন করতেছে উনার সাথে জন্ম নিবন্ধন যার, তার কি সম্পর্কে সেটা দিতে হবে যেমন পিতা-মাতা, নিজ(নিজে হলে), পিতামহ ইত্যাদি দিবেন।

আবেদনকারীর নাম দিন এখন আপনাকে যে ব্যক্তিটি আবেদন করতেছে উনার নাম দিতে হবে এবং পরবর্তীতে আবেদনকারী ব্যক্তির ঠিকানাও দিতে হবে।

application man info

এখন আপনাকে একটা নাম্বার দিতে হবে যেটাতে একটা এসএমএস পাঠানো হবে যদি আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করা হয়ে যায় (নিশ্চিত নয়)।

যদি আপনার কাছে ইমেইল থাকে তাহলে সেটাও দিতে পারেন, এটা অপশনাল না দিলেও চলবে। পরবর্তীতে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর (যে আবেদন করতেছে উনার) যদি আবেদনকারী ব্যক্তি পিতা-মাতা ছাড়া অন্য কেহ হয়।

step#7: প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এবং জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড করুন

এখন আপনাকে সংযোজন বাটনে ক্লিক করে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেগুলোর স্ক্যান কপি অথবা চাইলে আপনি মোবাইলে সোজাসুজিভাবে ছবি তুলে আপলোড করতে পারেন তবে অবশ্যই সেটা দেখা যেতে হবে।

এখন আপনার পেমেন্টটা কমপ্লিট করে ফি আদায় সিলেক্ট করুন। পুনরায় দেখুন কোথাও ভুল হয়েছে কিনা যেন আবারও সংশোধন করতে না হয়।

upload documant

আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেলে একটি Application ID পাবেন পরবর্তী যেহেতু কাজে লাগবে এই অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করে রাখুন। এখন আপনার আবেদন পত্রটি প্রিন্ট করতে হবে আপনার কম্পিউটার থেকে ctr+p চেপে ধরে।

তবে আপনার কাছে যদি নিজের সব প্রিন্টার না থাকে তাহলে যে অ্যাপ্লিকেশন আইডিটি কালেক্ট করেছেন সেটা দিয়ে কোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

আপনারা আবেদনের প্রিন্ট কপিটা নিয়ে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন। তাদেরকে গিয়ে আপনারা আবেদন পত্রটি দেখেন এবং পরবর্তী প্রসেস কমপ্লিট করুন।

জন্ম নিবন্ধন সংশোধন ফি কত

বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি যদি birth certificate correction করতে চান সে ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফি প্রদান করতে হবে। তবে আপনার ক্ষেত্রে কত টাকা প্রযোজ্য সেটা নির্ভর করবে আপনার আবেদনের ধরনের উপর।

অনেক ক্ষেত্রেই বিশেষ করে ২০০ থেকে ৩০০ টাকা লাগে তবে অনেক ক্ষেত্রেই ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক বিভিন্ন খরচের দিকে লক্ষ্য করে কম বেশি হতে পারে। সরকারি ফি ৫০ টাকা এবং বাড়তি ১০০ টাকা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য লাগবে।

তাই আপনাদের সুবিধার্থে এখানেই ধরন অনুযায়ী নিচে ট্যাবলের মধ্যে দেওয়ার হয়েছে সংশোধন করতে কত টাকা লাগবে এই বিষয়ে।

জন্ম নিবন্ধন সংশোধনের ধরনটাকার পরিমান
জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের ক্ষেত্রে100 টাকা
নিজের নাম, পিতা মাতার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে50 টাকা
সংশোধিত কপি সরবরাহের ক্ষেত্রেফ্রিতে
বাংলা এবং ইংরেজি ভাষার সার্টিফিকেট সরবরাহ করার ক্ষেত্রে50 টাকা
Birth certificate correction fees

তবে এখানে কম বেশি হতে পারে আপনার ইউনিয়ন পরিষদ ভিত্তিক বা পৌরসভা কার্যালয় ভিত্তিক। এক কথায় আপনাদেরকে যেভাবেই যত টাকা দিতে বলা হয় সেভাবে দিলে হয়ে যাবে।

জন্ম নিবন্ধন সংশোধন করা কেন প্রয়োজন

আপনি যদি চারপাশে লক্ষ্য করেন, দেখতে পাবেন যে অনেকেই জন্ম নিবন্ধনের ভুল সংশোধন না করার কারণে বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তির শিকার হয়েছে। বঞ্চিত হয়েছে সরকারি বিভিন্ন সেবার খাত থেকে। এক কথায় বলতে গেলে, কারো জন্ম শোনাতে কোনো প্রকার ভুল থাকলে সেটা কোথাও গ্রহণযোগ্য হবে না।

আপনার সন্তান স্কুল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে। তো এর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই আজকের দেখানো নিয়মটা ফলো করবেন। উপরের স্টেপ বাই স্টেপ সবগুলো বিস্তারিতভাবে বলে দেয়া আছে।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন

অনলাইনে জন্ম তথ্য সংশোধনের জন্য https://bdris.gov.bd/br/correction এই লিংকটি ভিজিট করুন। আপনার সঠিক জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করুন এবং সিলেক্ট করুন। আপনার সংশোধীত তথ্য প্রোভাইড করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন, অনলাইন আবেদন কমপ্লিট করুন এবং আবেদনপত্র প্রিন্ট করুন। তারপর আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয়ে আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। আপনার দেওয়া সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনার জন্ম নিবন্ধন সংশোধিত হয়ে যাবে।

তবে অনলাইনে আবেদন করার আগে, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে থাকা। অবশ্যই বার্থ সার্টিফিকেটটি অনলাইনে থাকতে হবে যদি অনলাইনে না হয় তাহলে অনলাইন করতে হবে। জন্ম নিবন্ধন অনলাইনে করার নিয়মটা খুবই সহজ এবং সংক্ষিপ্ত দেখে আসতে পারেন।


FAQ

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি প্রয়োজন?

এর জন্য এন আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রত্যায়ন পত্র, হাসপাতাল সনদ, পিতা মাতার এনআইডি কার্ড ভাই জন্ম নিবন্ধন ইত্যাদি।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম কি?

সংশোধন করার জন্য আপনাকে প্রবেশ করতে হবে https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে তারপর আপনার জন্ম নিবন্ধন সার্চ করুন, কোথায় জন্ম নিবন্ধন করিয়েছেন তার ঠিকানা দিন, কোন তত্ত্ব সংশোধন করতে চান সেটা সিলেক্ট করে সংশোধনী তথ্য দিন, ঠিকানা ইত্যাদি দিয়ে প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করুন এবং আবেদন করুন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য।

জন্ম নিবন্ধন সংশোধনী ফরম কিভাবে ডাউনলোড করব।

আপনি যদি জন্ম নিবন্ধনের সংশোধন যেভাবে দেখিয়েছি সেভাবে করে ফেলেন একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি ফরমটি ডাউনলোড করতে পারবেন। তবে আপনার কাছে প্রিন্টার না থাকলে তাহলে অ্যাপ্লিকেশন আইডি কানেক্ট করে রাখুন পরবর্তীতে কোন দোকানে যেখানে প্রিন্টার আছে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে birth registration correction ফরম ডাউনলোড করুন।

জন্ম নিবন্ধনের জন্ম তারিখ ভুল হলে করনীয় কি?

আপনার জন্ম নিবন্ধনে যদি জন্ম তারিখ ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ঠিকানা নির্ধারিত ফি প্রদান করে তারপরে করতে পারবেন সংশোধন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি টাকা খরচ হয়?

হ্যাঁ, অবশ্যই birth certificate correction করার জন্য আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে। তবে সেটা নির্ধারণ করবে আপনার আবেদনের ধরনের ওপরে। অনেক ক্ষেত্রেই দেড়শ টাকা থেকে 300 টাকা পর্যন্ত হয়ে থাকে।

কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য bdris.gov.bd/br/correction এই ওয়েব সাইটে প্রবেশ করে আপনার জন্ম সনদ সার্চ করুন। তারপর আপনার জন্ম নিবন্ধন টি সিলেক্ট্ করে আপনার সংশোধনী তথ্য দিন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনের প্রিন্ট কপিটা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন।

জন্ম সনদ সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা এবং অন্যান্য তথ্য যেমন মা-বাবার নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন করতে ৫০ টাকা ফি প্রদান করতে হবে। তবে এটা অনেক ক্ষেত্রে আপনার এলাকাবৃত্তিক কম-বেশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *