জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তির প্রাথমিক নাগরিকত্ব প্রমাণ করে জন্ম নিবন্ধন। তাই প্রত্যেকের উচিত নিজের জন্ম নিবন্ধন আসল না নকল এই বিষয়টি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এর মাধ্যমে জেনে নেওয়া।
সরাসরি জন্ম নিবন্ধন কার্যালয় কর্তৃক এখনো পর্যন্ত জন্ম তথ্য যাচাই করতে কোন রকম অ্যাপস পাবলিশ করা হয় নাই। তবে আপনি প্লে স্টোর এর মধ্যে এমন অনেক থার্ট পার্টি অ্যাপস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে ও জন্ম নিবন্ধন আসল না নকল এই বিষয়টি দেখা যায়।
মূলত আজকের আর্টিকেলে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তবে আমার মতে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, জন্ম নিবন্ধন কর্তৃক পরিচালিত ওয়েবসাইট everify.bdris.gov.bd এর মাধ্যমে যাচাই করা। তবে নিচে কিভাবে app এর মাধ্যমে করবেন এই বিষয়টাও দেখানো হলো।
জন্ম নিবন্ধন যাচাই করার Apps
এই অ্যাপগুলোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এগুলো কোন অফিসিয়ালি এপ্প নয়। হঠাৎ এই এগুলো সরাসরি সরকারি কর্মকর্তা কর্তৃক তৈরি করা হয়নি। বরং মূলত এই অ্যাপগুলো বিভিন্ন থার্ড পার্টি এফ ডেভেলপাররা তৈরি করেছে। তারপরেও যেহেতু জন্ম নিবন্ধন অফিসিয়ালি ওয়েবসাইটের সাথে এই এফের সংযুক্ততা রয়েছে তাই এই অ্যাপ গুলো দিয়েও জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
১. জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
প্রথমত আমি যে এফ এর কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই। এই অ্যাপটাও থার্ড পার্টি ওয়েবসাইটের মালিকরা তৈরি করেছে যেটা কিনা অফিসিয়াল নয়। তবে এখানেও আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন তথ্য আসল না নকল এ বিষয়টি দেখতে পারবেন।
এর জন্য প্রথমে প্লে স্টোর যেতে হবে এবং ছবিতে দেওয়া যে অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওপেন করবেন, সেখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন যেমন জন্ম নিবন্ধন সংশোধন, জন্ম নিবন্ধন আবেদনসহ বিভিন্ন অপশন।
সুতরাং সেখান থেকে আপনাকে জন্ম নিবন্ধন যাচাই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে নির্দিষ্ট একটা ফেইস নিয়ে যাওয়া হবে যেটা কিনা সরকারী অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড (জন্ম তথ্য যাচাই সংক্রান্ত)।
সুতরাং সেই ওয়েবসাইটে নিয়ে যাবার পরে, তিনটি খালিঘর দেখতে পাবেন। প্রথম ঘরের মধ্যে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার, দ্বিতীয় ঘরে আপনার সঠিক জন্ম তারিখ yyyy-mm-dd এই ফরমেটে বসাবেন।তারপর ক্যাপচাটা সাবমিট করে Search বাটনে ক্লিক করবেন।
২. জন্ম নিবন্ধন – অনলাইনে আবেদন
এখন আমি আপনাদের সাথে যে তৃতীয় এপের কথা শেয়ার করব সেটা হচ্ছে ইমেজের মধ্যে যেটা দেয়া আছে সেটা। এটাও মূলত উপরের যে এফ এর কথা শেয়ার করেছি তার মতই তবে এখানে Dashboard এর মধ্যে পার্থক্য রয়েছে কিছুটা।
তো এর জন্য সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে ছবিটির মধ্যে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটা ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে ওপেন করবেন, এখানেও উপর উল্লেখিত এফ এর মতই ড্যাশবোর্ড দেখতে পাবেন। সুতরাং এখান থেকেও জন্ম নিবন্ধন যাচাই অপশন সিলেক্ট করুন।
তারপর আপনার সামনে একইভাবে একটা ড্যাশবোর্ড হবেন সেখান থেকে প্রথম করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং সঠিক জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করবেন। তারপর নিচে সার্চ নামে বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করি আপনার জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করুন।
৩. জন্ম নিবন্ধন ও যাচাই ২০২৩
আপনাদের যাদের নিয়মিত বিভিন্ন লোক জনের জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করার প্রয়োজন পড়ে বা প্রিন্ট করে দেয়ার প্রয়োজন পড়ে তারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে পারবেন। উপরের যে দুইটা শেয়ার করেছি সেখান থেকেও চাইলে সেটা করা যায়।
এখন যে অ্যাপটা শেয়ার করব এটাও দারুন, এজন্য প্রথমে আপনাকে ছবিতে দেওয়া অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপর ওপেন করার পর জন্ম নিবন্ধন অপশনটা সিলেক্ট করে পরবর্তী অপশনে যান, সেখানে জন্ম নিবন্ধন তথ্য যাচাই নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
সেখানে বরাবরের মত তিনটা ফরমের ফিল্ড দেখতে পাবেন, সেখানে আপনারা জন্ম নিবন্ধনের তথ্য যেমন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিন। তারপর ক্যাপচাটা সাবমিট করে নিচের সার্চ বাটনে ক্লিক করুন এবং আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন।
উপসংহারঃ পরিশেষে আমি বলতে চাই, উপরে আমি যে তিনটি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই apps শেয়ার করেছি সেখান থেকে যেকোনো একটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে রাখলে যে কোন সময় আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন।