জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন | জন্ম নিবন্ধন পুনঃমুদ্রন [২ মিনিটে]
আপনাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যাদের এখনও পর্যন্ত পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু সেটা ডিজিটাল নয়। তারা চাইলে জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন আবেদন করতে পারবেন কিংবা পুনঃ মুদ্রণ করতে পারবেন অনলাইন থেকে।
আপনারা জন্ম নিবন্ধন কি হারিয়ে গেছে? তাহলে চিন্তার কোন কারণ নেই কেননা সিম্পল একটা প্রসেসের মাধ্যমে আপনার হারানো জন্ম নিবন্ধন প্রতিলিপির আবেদন করতে হবে। তবে তার জন্য পড়তে হবে আজকের এই নিবন্ধটি যেন আপনি নিয়মটা জেনে যান।
তাছাড়া আপনার জন্ম নিবন্ধন যদি এখনও পর্যন্ত ডিজিটাল না হয়ে থাকে তাহলে সেটাও আজকের এই নিবন্ধে দেখানো হবে ইনশাআল্লাহ। কেননা ঠিক একই প্রসেস এর মাধ্যমে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন করতে পারবেন।
আজকের এই ব্লগটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যাদের জন্ম নিবন্ধন অনলাইনে পাওয়া যায় না তারা জন্ম নিবন্ধন অনলাইন কিভাবে করতে হয় এ বিষয়টি জেনে নিন।
তাছাড়া আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে জন্ম নিবন্ধন রিলেটেড অনেক প্রশ্নের উত্তর পাবেন। যে প্রশ্নের উত্তর জানা আপনার অত্যন্ত জরুরী এবং প্রয়োজনীয় বলে আমি মনে করি।
বিশেষ করে আপনারা যারা জন্ম নিবন্ধন পুনঃ মুদ্রণ করে নিজের হাতের লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল, হারানো জন্ম নিবন্ধন পুনরায় উত্তোলন, পুড়িয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া জন্ম নিবন্ধন প্রতিলিপি কিভাবে করতে হয় এ বিষয়টি জানতে তারা জেনে নিন।
জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করুন
জন্ম নিবন্ধন প্রতিলিফির জন্য আবেদন করতে bdris ওয়েবসাইটে প্রবেশ করুন ➜ জন্ম নিবন্ধন সার্চ করে সিলেক্ট করুন ➜ নিবন্ধন কার্যালয় সিলেক্ট করুন ➜ আবেদনকারীর তথ্য দিয়ে জন্ম নিবন্ধন প্রতিনিধির জন্য সাবমিট করুন।
উপর আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত রূপে শেয়ার করার চেষ্টা করেছি। কিভাবে প্রতিলিপির জন্য আবেদন করতে হয় জন্ম নিবন্ধন এই বিষয়টা জানব। তাই আপনি যদি সবগুলো বিস্তারিত এবং ভালো ভাবে জানতে চান তাহলে আর্টিকেলটা কিংবা ব্লগটা শেষ পর্যন্ত পড়ে।
step#1: bdris ওয়েব সাইটে প্রবেশ করুন
যদি আপনার জন্ম সনদটা প্রতিলিপি ির করতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর সেটা হচ্ছে bdris ওয়েবসাইট। মূলত এই ওয়েবসাইটির জন্ম নিবন্ধন রিলেটেড সংস্থার কাজে করা হয়ে থাকে এবং সমস্ত ইনফরমেশন পাওয়া যায়।
সুতরাং আপনি যদি এই ওয়েবসাইটি প্রবেশ করতে চান তাহলে https://bdris.gov.bd/ এই লিংকটা ভিজিট করুন। ওয়েব সাইটে প্রবেশ করার পরে আপনি ওপরের মিনিট জন্ম নিবন্ধন নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার সামনে আরো কয়েকটা অপশন শো করবে সেখান থেকে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন নামে যে অপশন রয়েছে সেখানে চাপ দিন।
step#2: জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন সার্চ করুন
এখন আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেখানে দুটো খালি অপশন দেখতে পাবেন। প্রথম সেনের মধ্যে আপনারা যে ১৭ ডিজিটের জন্য নিবন্ধন নাম্বারটা রয়েছে সেটা বসাতে হবে।
পরবর্তীতে নিচে আরেকটি খালি ঘর দেখতে পাবেন। এই অপশন আপনাকে দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই ঠিক সেভাবেই দিবেন যেভাবে আপনি জন্ম নিবন্ধন করানোর সময় দিয়েছিলেন।
তো আরেকটা কথা বলে রাখা উচিত যে, আপনি জন্ম নিবন্ধন প্রতিলিপির আবেদন করতে চাইলে অবশ্যই সেটা অনলাইনে থাকতে হবে। সুতরাং এখানে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিন।
একদম নিচে অনেক সুন্দর নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধন নাম্বার & জন্ম তারিখ অনুযায়ী বার্থ সার্টিফিকেট এর বিভিন্ন ইনফরমেশন শো করবে।
ডান পাশে একটু বাটন দেখতে পাবেন নির্বাচন করুন নামে। এই বাটনে ক্লিক করুন এবং আপনার জন্ম নিবন্ধন সিলেক্ট করে পরবর্তী স্টেপে যান। তবে এখানে সিলেক্ট করার পর কনফার্ম করতে বলা হবে সুতরাং কনফার্ম করে নিন।
step#3: নিবন্ধন দিন ঠিকানা এবং আবেদনকারীর তথ্য দিন
এখন আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। প্রথমে আপনাকে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা দিতে বলা হবে।
সুতরাং আপনার জন্ম নিবন্ধনটি কোথায় নিবেদন করেছেন এর ঠিকানা। যদি বিদেশে জন্ম নিবন্ধন করিয়া থাকেন তাহলে যে দেশে করিয়েছেন সেখানকার বাংলাদেশ হাইকমিশন ঠিকানা সিলেক্ট করুন।
এখন আরেকটু নিচে আবেদনকারীর তথ্য দিতে হবে। আবেদনকারী যদি আপনি নিজে হন তাহলে নিজে সিলেক্ট করুন। আর অন্য কেউ হলে তার বিভিন্ন ইনফরমেশন যেমন নাম ইত্যাদি দিতে হবে।
পিতা মাতা হলে অবশ্যই পিতা-মাতা সিলেক্ট করবেন। পরবর্তীতে একটা নাম্বার দিতে বলা হবে যেখানে যোগাযোগ করা হবে পরবর্তীতে(শিওর নয়)। তবে একটা ওয়েবসাইটের তথ্য মতে, পিতা-মাতা ব্যতীত অন্য কেহ যেমন দাদা-দাদী, নানা-নানী আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং এনআইডি কার্ড নাম্বার দিতে হবে।
এখন একদম নিচে সাবমিট নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করুন। এখন আপনাকে আরেকটি পেইজ নিয়ে যাওয়া হবে যেখানে একটি আবেদন পত্র নাম্বার পাবেন।
এই নাম্বারটি আপনাকে সংরক্ষণকার রাখতে হবে এবং জন্ম নিবন্ধন প্রতিলিপি আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে। যদি আপনার কাছে প্রিন্টার এবং কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে ctr+p চাপ দিয়ে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারেন।
এখন আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভায় যোগাযোগ করুন। দায়িত্বরত কর্মকর্তাকে বলবেন যে, আমি জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করেছি অনলাইনে তো এখন করনীয় কি? উনি আপনাকে সম্পূর্ণ প্রসেস বলে দিবে।
জন্ম নিবন্ধন প্রতিলিপি ফরম ডাউনলোড
আপনারা চাইলে অফলাইনে সরাসরি নির্দিষ্ট একটা জন্ম নিবন্ধন প্রতিলিপি ফরম ডাউনলোড করে পূরণ করতে পারেন। তো আপনারা যারা বিশেষ করে অফলাইনে আবেদন করতে চান তারা এই ফর্মটা ডাউনলোড করবেন। তবে অত্যন্ত সহজ হচ্ছে অনলাইনে আবেদনটা করা যেটা আমি উপরে বিস্তারিত শেয়ার করেছি।
তবে আপনারা যারা জন্ম নিবন্ধন প্রতিলিপি ফরম কালেক্ট করে নিজের মতো ফর্মটা পূরণ করে অফলাইনে করতে চান, তারা নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ফরমটা ডাউনলোড করে নিন। নিচের বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি ভাবে আপনার ফরমটা ডাউনলোড হয়ে যাবে।
উপরোক্ত ফরমটি ডাউনলোড করে, নির্দিষ্ট বিষয়ে লিখে পূরণ করবেন। তারপর আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় যোগাযোগ করবেন। আপনাদের সুবিধার্থে ফরমের মধ্যে যে সমস্ত ইনফরমেশন চাওয়া হয় সেগুলো নিচে উল্লেখ করা হলো:-
- জন্ম/মৃত্যু নিবন্ধন নাম্বার
- জন্ম/মৃত্যু নিবন্ধন তারিখ
- ব্যক্তির নাম
- জন্ম/মৃত্যু তারিখ (দিন/মাস/বৎসর)
- পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা
- সংযুক্তি বা প্রমাণিকরণ কাগজপত্র
জন্ম নিবন্ধন পুনঃমুদ্রন করতে ফরমের মধ্যে মূলত আবেদনকারী ব্যক্তির উল্লেখিত ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। নিচে আরো তিনটি তথ্য দিতে হবে তবে সেগুলো অফিস কর্তৃক লিখবে (আবেদনকারী ব্যক্তি হাতেও লাগাবেনা)।
FAQ
জন্ম নিবন্ধন প্রতিলিপি কি?
জন্ম নিবন্ধন প্রতিলিপি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বার্থ সার্টিফিকেট পুনরায় উত্তোলন করা যায়। তাছাড়া হাতে লেখার জন্য নিবন্ধনও অনলাইন বা ডিজিটাল করতে আপনার জন্ম নিবন্ধন প্রতিলিপির প্রয়োজন।
জন্ম নিবন্ধন প্রতিলিপি করতে কি কি প্রয়োজন?
জন্ম নিবন্ধন প্রতিলিশের আবেদন করার জন্য আপনার জন্ম নিবন্ধন আগে থেকেই অনলাইনে থাকা লাগবে। কেননা প্রতিলিপির আবেদন করার এক পর্যায়ে আপনার ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে এবং সিলেক্ট করতে হবে।
application | birth certificate application |
প্রিন্ট | জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট |
pdf download | জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড pdf |
download | নতুন নিয়মে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড |