জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
আপনারা অনেকেই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে চান। এমন অনেকে আছেন যারা আমার দেখানো birth certificate correction application status করার পরে সেটার স্ট্যাটাস দেখতে চান। তাছাড়া জন্ম সনদ ডাউনলোড করাটাও আপনাদের অনেক জরুরী।
তাদের জন্য আজকের এই নিবন্ধে শেয়ার করতে যাব, যারা জন্ম নিবন্ধন যাচাই করার পরে ভুল দেখতে পেয়েছেন। পরবর্তীতে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করেছেন এবং তার স্ট্যাটাস কি রকম দেখব কিভাবে এই প্রশ্নের উত্তর।
এক কথায় বলতে গেলে, জন্ম নিবন্ধন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য খুব প্রয়োজনীয় একটা ডকুমেন্টস। এমনকি আমাদের ছেলে-মেয়েদের জন্ম নিবন্ধন করাতেও লাগে এখন মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন।
তো আপনারা যারা এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি করিয়েছেন কিন্তু তার ভুল রয়েছে, তারা অবশ্যই সংশোধন করে নিবেন। তো এখন প্রশ্ন হচ্ছে সংশোধন করতে কতদিন লাগে?
যেহেতু অনেকেই খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য জন্ম নিবন্ধন করিয়ে থাকে কিংবা সংশোধন করে। তাই অনেকেই জন্ম নিবন্ধন সংশোধনীর বর্তমান অবস্থা জানতে চাই। আপনাদের জন্য আজকের আর্টিকেলটি লেখা হয়েছে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা দেখার জন্য কি কি প্রয়োজন
অবশ্যই আপনি যদি সংশোধনের জন্য আবেদন করে থাকেন আপনার বার্থ সার্টিফিকেট। তাহলে অবশ্যই সেটা স্ট্যাটাস দেখার জন্য আপনার প্রয়োজন পড়বে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস, সেগুলো নিচে দেওয়া হল-
- ডিভাইস: আপনার এমন একটা ডিভাইস থাকা লাগবে যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায় যেমন স্মার্টফোন/ল্যাপটপ/কম্পিউটার ইত্যাদি।
- ইন্টারনেট কানেকশন: যেহেতু ইন্টারনেটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারনেট কানেকশন। তাই আপনার ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে যেমন ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা ইত্যাদি।
- এপ্লিকেশন আইডি: আপনি যখন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন করেছিলেন। ঠিক শেষ পর্যায়ে আপনাকে একটা Application ID দিয়েছিল, সেটা লাগবে।
- জন্ম তারিখ: অবশ্য আপনার সঠিক জন্ম তারিখের প্রয়োজন পড়বে, যেটা কিনা আপনার জন্ম নিবন্ধনের মধ্যে রয়েছে।
সুতরাং এখন আমরা পরবর্তীতে জানতে যাচ্ছি, কিভাবে আমাদের বার্থ সার্টিফিকেট কারেকশন এপ্লিকেশন স্ট্যাটাস দেখব। তবে তার আগে অবশ্যই উপরে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো কালেক্ট করে রাখুন। অবশ্যই জন নিবন্ধন আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট করে নিতে বলবেন না।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা দেখার জন্য https://bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটের প্রবেশ করে আবেদনের ধরন থেকে ‘জন্ম তথ্য সংশোধনের আবেদন’ সিলেক্ট করুন। তারপর আপনার Application ID এবং জন্ম তারিখ দিয়ে দেখে নিন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা।
আপনারা যারা আমাদের এখানে নিয়ম অনুযায়ী বার্থ সার্টিফিকেট কারেকশন এর আবেদন করেছেন তাদের অবশ্যই জেনে নেয়া দরকার আমার অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস কি।
তাই আপনাদের নিচে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি কোন ওয়েব সাইটে প্রবেশ করে কি কি দিতে হবে এবং কি করতে হবে এই বিষয়গুলো। তাহলে চলুন আমরা জেনে আসি সম্পূর্ণরূপে সম্পূর্ণ প্রসেসটা।
আপনি এই স্টেপ থেকে জেনে নিন কিভাবে বার্থ সার্টিফিকেট এপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন
Total Time: 5 minutes
জন্ম সংশোধনে আবেদন অবস্থা দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন
সর্বপ্রথম আপনাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সুতরাং প্রবেশ করার জন্য আপনি ভিজিট করুন https://bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটটি।
সংশোধনের ধরন সিলেক্ট করুন
এখন আপনার সামনে একটা ফেস ওপেন হবে যেখানে তিনটা অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে বলা হয়েছে আপনি কি রকম সংশোধনের স্ট্যাটাস দেখতে চান। সুতরাং এখানে যেহেতু আপনি জন্ম তথ্য সংশোধন এর স্ট্যাটাস দেখবেন তাই ‘জন্ম তথ্য সংশোধনের আবেদন’ সিলেক্ট করুন।
এপ্লিকেশন আইডি দিন
আপনি যখন আপনার জন্ম নিবন্ধন সংশোধনের অনলাইনে আবেদন কমপ্লিট করেছিলেন। ঠিক তখনই আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল সুতরাং সেই আইডিটা প্রথম খালি ঘরে বসিয়ে দিন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা দেখুন
এখন একদম নিচে অর্থাৎ দ্বিতীয় নাম্বারে একটি খালিঘর দেখতে পাবেন। এখানে মূলত আপনার সঠিক জন্ম তারিখটা dd-mm-yyyy এই ফরমেটে বসিয়ে একদম নিচে ‘দেখুন’ বাটনে ক্লিক করে সংশোধনী অবস্থা দেখে নিতে হবে।
আপনি যদি উপরের স্টেপ গুলো কমপ্লিট করে ফেলেন তখন ওই আপনার সংশোধন এর বর্তমান অবস্থা দেখতে পাবেন। আপনার জন্ম নিবন্ধন টা কি সংশোধন হয়ে গেছে নাকি হয়নি, এই সমস্ত বিষয়গুলো।
সুতরাং আপনারা যারা এই জন্য আবেদন করেছেন যে, Birth certificate online correction এর তো তারা Birth certificate correction status দেখে নেওয়ার জন্য রিকমেন্ট করব।
FAQ
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন যাচাই করার নিয়ম কি? আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে https://bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটে এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি, জন্ম তারিখ দিয়ে দেখুন বাটাম ক্লিক করে দেখে নিন আপনার সংশোধনী আবেদন স্ট্যাটাস।
জন্ম নিবন্ধন সংশোধন অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেলে করণীয় কি? এক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে জন্ম নিবন্ধন সাথে নিয়ে যোগাযোগ করুন। তাদেরকে গিয়ে আপনার হারিয়ে যাওয়া বিষয়টা অবগত করুন, তারা আপনাকে কোন একটা দিক নির্দেশনা দিবে।
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই |
birth certificate | birth certificate application |
সংশোধন | জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম |
home | jonmo nibondon |