জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট [আবেদন, সংশোধন]

অনেক সময় দেখা যায় যে আমরা জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে ভুলে যাই যখন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে। তাছাড়া এমন হতে পারে যে আপনার প্রিন্টার নাই, তাই আপনি প্রিন্ট করে নিতে পারছেন না আবেদন পত্রটি। আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট করাটাও একদম সহজ যেটাও আজকে বলে দেয়া হয়েছে।

তো এখন করণীয় কি এবং সলিউশন কি এই বিষয়টা বলে দেওয়া আছে আজকের এই ব্লগটিতে। তাই আপনি যদি পুনরায় আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে জন্ম সনদ আবেদন পত্র প্রিন্ট করতে চান তাহলে আজকের নিবন্ধন পড়ুন।

তবে আপনি জন্ম নিবন্ধন আবেদন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি কালেক্ট করে রাখবেন। যদি এপ্লিকেশন আইডি না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে পারবেন না পরবর্তীতে।

তাই আজকে সিম্পল একটা প্রসেসের মাধ্যমে জানাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার জন্ম সনদের আবেদন পত্রটি ডাউনলোড করবেন। এটা বিশেষ করে তাদের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে যাদের ল্যাপটপ বা কম্পিউটার এবং প্রিন্টার নেই।

কেননা যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে এবং সাথে প্রিন্টার রয়েছে তারা যখন আবেদন করে তখনই প্রিন্ট করে নেই। আর যাদের কাছে এই সমস্ত জিনিস থাকেনা তারা আবেদন করে জাস্ট অ্যাপ্লিকেশন আইডি কালেক্ট করার আগে।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

পরবর্তীতে কোন কম্পিউটার সেবা দানকারী দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে জন্ম সনদ এর আবেদন পত্র প্রিন্ট করে। তাই আপনার কাছেও যদি এখন প্রিন্টার কোনোভাবে ম্যানেজ হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে যা যা প্রয়োজন

অনলাইনে আপনি যদি আবেদনপত্র প্রিন্ট করতে চান তাহলে নির্দিষ্ট কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো নিচে দেয়া হল-

  • এপ্লিকেশন আইডি: এই আইডিটা আপনি যখন আবেদন করবেন তখনই আপনার মোবাইল/ল্যাপটপ/কম্পিউটারের স্ক্রিন এর মধ্যে দেখানো হবে। তাছাড়া অনেক সময় এসএমএসের মাধ্যমেও সেই আইডিটা পাঠানো হয়।
  • ডিভাইস: অবশ্যই আপনার অনলাইন থেকে আবেদন পত্রটি প্রিন্ট করার জন্য এমন একটি ডিভাইসের প্রয়োজন পড়বে যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায়। আর সেটা মোবাইল (প্রিন্ট করার এবিলিটি থাকতে হবে) ল্যাপটপ বা কম্পিউটারও হতে পারে।
  • ইন্টারনেট কানেকশন: আপনি যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন পত্র টা প্রিন্ট করবেন অবশ্যই সেই ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর সেটা ওয়াইফাই বা মোবাইল ডাটাও হতে পারে।
  • জন্মতারিখ: যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছে তার সঠিক জন্ম তারিখ। এটা হয়তো আপনার কাছেই সব সময় জানা আছে বা কোথাও লেখা আছে সুতরাং সেটা কালেক্ট করে রাখুন।

এখন আমরা মূল পর্যায়ে অর্থাৎ birth certificate application print কিভাবে করতে হয় এ বিষয়টি জানতে যাচ্ছি। তবে তারা অবশ্যই উপরের রিকোয়ারমেন্টস যেগুলো শেয়ার করেছি সেগুলো কালেক্ট করে রাখুন।

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করুন

জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করার জন্য bdris.gov.bd/application/print এই ওয়েব সাইটে প্রবেশ করুন এবং আবেদনের ধরন সিলেক্ট করে এপ্লিকেশন আইডি, জন্ম তারিখ দিন। একদম শেষে ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করুন।

  1. সর্বপ্রথম ভিজিট করুন bdris.gov.bd/application/print এই ওয়েবসাইটটি।
  2. এখন আবেদন নির্ধারণ অর্থাৎ কোন আবেদনের আবেদনপত্র প্রিন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
  3. অ্যাপ্লিকেশনের দিন যেটা কিনা আপনি আবেদন করার সময় পেয়েছিলেন এসএমএস বা প্রদর্শিতি স্ক্রিন থেকে।
  4. সঠিক জন্ম নিবন্ধন দিন যেটা আপনি জন্ম নিবন্ধন করার সময় দিয়েছিলেন।
  5. সবশেষে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করে নিন।

উপরের স্টেপ গুলো ফলো করে আপনি আপনার আবেদন পত্র টা কানেক্ট করতে পারবেন প্রিন্ট এর মাধ্যমে কিংবা ডাউনলোড করে। আপনি সেটা আমি রিকমেন্ড করব যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেয়ার জন্য।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

আর আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো চাইলে আপনি জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট PDF ফাইল হিসেবে আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করুন।

অবশ্যই প্রিন্ট করার সময় একটি বেশি খেয়াল রাখবেন Print Window এর more sitting থেকে header and footers অপশনটি চালু আছে কিনা। তো এই অপশনটা যদি টিকমার্ক করে না থাকে তাহলে আপনি ঠিক মার্ক করে দিন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

আপনি ঠিক একই ভাবে জন্ম নিবন্ধন সংশোধনের যে আবেদন করেছেন তার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট করতে পারবেন। তবে তার জন্য আবেদনের ধরন থেকে ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ সিলেক্ট করতে হবে।

আর আপনি যখন সংশোধনের জন্য আবেদন করেছিলেন তখনই আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল সুতরাং সেটা লাগবে আর আপনার জন্ম তারিখটা লাগবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ অবশ্যই ইংরেজিতে দিবেন। অনেকেই বাংলার মধ্যে দিয়ে থেকে যার কারণে প্রিন্ট করতে পারে না কিংবা যাচাই করতে পারে না।

তো জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একদম নিচে প্রিন্ট নামে একটা বাটন দেখতে পাবেন। সেই বাটনটিতে ক্লিক করে আপনার প্রিন্টার থেকে প্রিন্ট করে নিন।


FAQ

জন্ম নিবন্ধন আবেদন পত্র কি

জন্ম নিবন্ধন আবেদন পত্র হচ্ছে যেটা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় পেয়েছিলেন হয়তো সেটা আপনি ডাউনলোড করেন নাই বা প্রিন্ট করেন নাই। মূলত এই পত্রটি আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে দিতে হবে।

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করা কেন প্রয়োজন?

অবশ্যই আপনারা আবেদনপত্রটা যেহেতু ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে দিতে হবে তাই অবশ্যই প্রিন্ট করে দিতে হবে। আর প্রিন্ট করার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখের প্রয়োজন। অ্যাপ্লিকেশন আইডি বলতে যেটা আপনি আবেদন করার সময় পেয়েছিলেন আর জন্ম তারিখ তো আপনার জানা আছেই।

ডাউনলোডনতুন নিয়মে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্টওয়েবসাইট লিংকে ক্লিক করুন
যাচাইজন্ম নিবন্ধন যাচাই
আবেদনজন্ম নিবন্ধন আবেদন করুন
অনলাইন জন্ম নিবন্ধনপুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *