জন্ম তারিখ সংশোধনের নতুন নিয়ম

৬ ফেব্রুয়ারি ২০২৩ জন্ম ও মৃত্যু নিবন্ধক জেনারেল কার্যালয় জন্ম নিবন্ধন সংশোধনের নতুন একটি নিয়ম জারি করেছে, এক্ষেত্রে এনেছে নতুন নিয়ম। যেকেউ চাইলে এখন খুব সহজে ই জন্ম তারিখ পরিবর্তন বা সংশোধন করতে পারবেনা, এর জন্য লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং নির্দিষ্ট নিয়ম।

দেখা গেছে যে শিশুদের স্কুল ভর্তি কিংবা পাসপোর্ট ইত্যাদি করার সময়, জন্ম নিবন্ধনই নির্দিষ্ট জন্ম তারিখ থাকার পরেও ভিন্ন আরেকটি জন্ম তারিখ ব্যবহার করে। এই ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট ইত্যাদির মধ্যে জন্ম তারিখের ভিন্নতা দেখা যায়।

এতে অনেকেই স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখটা বহাল রেখে আগের জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদন করে, কিন্তু এটা এখন আর গ্রহণযোগ্য হবে না।

তাই কারো যদি জন্ম নিবন্ধন থাকে এবং সেখানে যে জন্ম তারিখটা দেয়া রয়েছে, সেটা সব জায়গাতেই ব্যবহার করতে হবে। তাই যে কেউ চাইলে ভিন্ন জায়গাতে জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ ব্যতীত অন্য কোন জন্ম তারিখ ব্যবহার করতে পারবে না।

তবে কারো কাছে যদি জন্ম নিবন্ধন না থাকে, তথা জন্ম নিবন্ধন করার আগেই জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ইত্যাদি করিয়ে ফেলে। তাহলে উক্ত ডকুমেন্টস এর উপর ভিত্তি করে পরবর্তী জন্ম নিবন্ধনের জন্ম তারিখ নির্ধারণ করা হবে।

আর কারো কাছে যদি জন্ম নিবন্ধন এবং অন্যান্য ডকুমেন্টস না থাকে, তাহলে তার জন্য তারিখ নির্ধারণ করার জন্য ভিন্ন আরেকটি পন্থা অবলম্বন করা হবে। যেমন সে ক্ষেত্রে নিবন্ধক কার্যালয় কর্তৃক যাচাই-বাছাই করে নিবে আপনার জন্ম তারিখ কোনটা, যদি কোন ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনাকে জানানো হবে।

দরুন আপনার কাছে একটা জন্ম নিবন্ধন রয়েছে এবং সেখানে একটা নির্দিষ্ট জন্ম তারিখ আছে। তারপরেও পরবর্তীতে স্কুল ভর্তি/সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সে ভিন্ন কোন জন্ম তারিখ ব্যবহার করলে। আর পরবর্তীতে যদি পরে ব্যবহৃত জন্ম তারিখটি বহাল রেখে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে সেটা সম্ভব হবে না।

জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন পড়লে করনীয়

উপরোক্ত নিয়ম মেনে চলার পরে যদি আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে ভিন্ন কোন প্রমাণাদি ব্যবহারের মাধ্যমে আপনার জন্মতারিখ সংশোধন করা হবে।

তাই অবশ্যই একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে, আপনার যদি জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে কোথাও যদি জন্ম তারিখ ব্যবহারের প্রয়োজন পড়ে। অবশ্যই জন্ম নিবন্ধনের মধ্যে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা ব্যবহার করবেন। না হলে পরবর্তীতে বিভিন্ন সময় সংশোধন বা অন্যান্য ঝামেলায় পড়তে হবে (যেটা এখন আর গ্রহণযোগ্য হবে না)।

বর্তমান জন্ম নিবন্ধন ফি কত টাকা জানুন

এক কথায় বলতে গেলে আপনি ভিন্ন কোন জন্ম তারিখ ব্যবহার করলে, জন্ম নিবন্ধন এর জন্ম তারিখ উক্ত প্রমাণ দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। বরং জন্ম নিবন্ধনের জন্ম তারিখ বহাল রাখতে হবে এবং পরবর্তীতে ব্যবহৃত নতুন জন্ম তারিখটি পরিবর্তন করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *