১৬ ও ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার সহজ নিয়ম
পুরাতন ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম এবং ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
যাদের পুরাতন জন্ম নিবন্ধন সনদ আছে, তাদের জন্ম নিবন্ধন সনদে থাকা নাম্বারটি ১৬ ডিজিটের। এই ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে যাচাই করা যায়না। কিন্তু, আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো আপনাদেরকে, যার মাধ্যমে আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্দন যাচাই করতে পারবেন অনলাইনে।
এছাড়াও, আপনার যদি ১৭ ডিজিটের একটি জন্ম নিবন্ধন সনদ থাকে, তবে, অনলাইনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদটি কীভাবে যাচাই করবেন সেটিও জানতে পারবেন এই পোস্টে। তো চলুন, কীভাবে জন্ম সনদ যাচাই করতে হয় তা বিস্তারিত জেনে নেয়া যাক।
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমেই everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধন নাম্বার লিখবেন এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ YYYY-MM-DD ফরম্যাটে লিখতে হবে। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে সহজেই জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার সহজ পদ্ধতি —
- প্রথমেই ভিজিট করুন everify.bdris.gov.bd ওয়েবসাইট
- এখন, প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন নাম্বার লিখুন
- অতঃপর, দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ বছর-মাস-দিন এই ফরম্যাটে লিখুন
- এবার, ক্যাপচা কোডটি পূরণ করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন।
এই ধাপগুলো অনুসরণ করলে অনেক সহজেই আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করতে পারবেন কয়েক মিনিটেই।
জন্ম নিবন্ধন সনদে ভুল আছে কিনা, নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি যাচাই করার জন্য অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হয়। জন্ম সনদ যাচাই করতে চাইলে উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করুন। আপনার যদি ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ হয়ে থাকে, তাহলে কীভাবে এটি অনলাইনে যাচাই করবেন তা নিচে বিস্তারিত জানতে পারবেন।
জন্ম নিবন্ধন নম্বর ১৬ থেকে ১৭ ডিজিট করার উপায়
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদগুলো মূলত জন্ম নিবন্ধন সনদ রেজিস্ট্রেশন যখন আমাদের দেশে শুরু হয়, তখন থেকে চালু আছে। কিন্তু, সবকিছু যখন অনলাইন করা শুরু হয়েছে, তখন থেকে জন্ম নিবন্ধন সনদগুলো ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করা হয়েছে। তাই, যাদের পুরাতন জন্ম নিবন্ধন সনদ আছে, তাদেরগুলো সাধারণত ১৬ ডিজিটের হয়ে থাকে।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ১৭ ডিজিটের জন্য জন্ম নিবন্ধন সনদের শেষের ৫ ডিজিটের পূর্বে একটি শূন্য (০) বসিয়ে দিয়ে ১৭ ডিজিট করতে হবে। এভাবে করে, ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ১৭ ডিজিট করার পর অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে দেখতে পারেন আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য সঠিক আছে কিনা।
মনে করুন, আপনার জন্ম নিবন্ধন সনদটি ১৬ ডিজিটের এবং এটির নাম্বার হচ্ছে ১৯৮৭৮৪৩৩৬৫৭৪৮৩৯২ । এখন আপনি এটিকে ১৭ ডিজিটের করতে চাচ্ছেন। তাহলে, শেষের দিক থেকে ৫ টি ডিজিটের পূর্বে শূন্য (০) বসাতে হবে। এখানে শেষের ৫ ডিজিট হচ্ছে – ৪৮৩৯২ । তাহলে, এর পূর্বে একটি শূন্য বসালে হবে ০৪৮৩৯২ । ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করার পর জন্ম সনদের নাম্বারটি হবে – ১৯৮৭৮৪৩৩৬৫৭০৪৮৩৯২ ।
ঠিক এভাবে করে আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদটি ১৭ ডিজিট করে নিতে পারবেন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন উপরোক্ত পদ্ধতিতে ১৭ ডিজিট করার পর প্রথমেই everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, প্রথম বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি লিখবেন এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ YYYY-MM-DD ফরম্যাটে লিখবেন। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
এভাবে করে মাত্র কয়েক মিনিটেই অনলাইনে আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে জন্ম নিবন্ধন সনদে থাকা তথ্য যাচাই করতে পারবেন এবং ভুল-ত্রুটি থাকতে তা বের করতে পারবেন অনেক সহজেই।
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, প্রথমে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন। অতঃপর, দ্বিতীয় বক্সে YYYY-MM-DD ফরম্যাট এ জন্ম তারিখ লিখুন। নিচে টাকা ক্যাপচা পূরণ করে দিন। এরপর, Search বাটনে ক্লিক করুন।
তাহলে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদে থাকা তথ্য সহজেই যাচাই করতে পারবেন। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনগুলো সাধারণত অনলাইন হয়ে থাকে। একারণে, এগুলো অনলাইন থেকে সহজেই যাচাই করা যায়।
অনলাইনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার উপায়
অনলাইনে ১৬ কিংবা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য আমরা OFFICE OF THE REGISTRAR GENERAL, BIRTH AND DEATH REGISTRATION এর ওয়েবসাইট ব্যবহার করবো। নিচে প্রতিটি ধাপ বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।
ধাপ ১ – জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার জন্য প্রথমেই জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট bdris এ প্রবেশ করতে হবে। আমরা যেহেতু জন্ম নিবন্ধন যাচাই করবো, তাই গুগলে everify bdris লিখে সার্চ করবো বা ব্রাউজারের অ্যাড্রেস বারে everify.bdris.gov.bd লিখে সার্চ করবো। এরপর, ওয়েবসাইটে প্রবেশ করবো।
ধাপ ২ – জন্ম নিবন্ধন নাম্বার লেখা
ওয়েবসাইটে প্রবেশ করার পর Birth Registration Number লেখার নিচের ফাঁকা বক্সে জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখতে হবে। ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ হলে শেষের ৫ ডিজিটের পূর্বে একটি শূন্য (০) বসিয়ে দিয়ে ১৭ ডিজিট করে সেটি লিখতে হবে। অথবা, ১৭ ডিজিট হলে সেটি লিখতে হবে।
ধাপ ৩ – জন্ম তারিখ yyyy mm dd লেখা
এখন Date of Birth (YYYY-MM-dd) লেখার নিচের বক্সে আপনার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ লেখার সময় বছর-মাস-দিন এই ফরম্যাটে লিখতে হবে। তারিখ লেখার সময় একটি ক্যালেন্ডার পাবেন, এটি ব্যবহার করে সহজেই জন্ম তারিখ সিলেক্ট করতে পারবেন।
ধাপ ৪ – ক্যাপচা কোড পূরণ
জন্ম তারিখ লেখার পর ছবিতে একটি যোগ/বিয়োগ দেয়া থাকবে, এটি সমাধান করতে হবে এবং নিচের বক্সে লিখতে হবে। অতঃপর, Search বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে জন্ম নিবন্ধন সনদের তথ্য অনলাইনে যাচাই করার জন্য শুধুমাত্র জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এই দুইটি তথ্য থাকলে আপনি জন্ম সনদে থাকা তথ্য অনলাইনে আছে কিনা এবং তথ্যে ভুল আছে কিনা তা যাচাই করতে পারবেন সহজেই।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধন সনদে থাকা নাম্বারটি লিখবেন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ লেখার সময় YYYY-MM-DD ফরম্যাট অনুসরণ করে লিখতে হবে। অর্থাৎ, বছর-মাস-দিন এভাবে করে জন্ম তারিখ লিখতে হবে।
এরপর, ক্যাপচা কোড পূরণ করতে হবে। ক্যাপচা কোড সাধারণত যোগ বা বিয়োগ হয়ে থাকে। এটি সমাধান করার পর বসিয়ে দিয়ে Search বাটনে ক্লিক করতে হবে। তাহলে, অনলাইনে আপনার জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
FAQ
শুধু জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়না। সঙ্গে জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রয়োজন হবে। এই দুইটি তথ্য থাকলে আপনি জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধন যাচাই করতে জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জন্ম তারিখ লাগে। এই দুইটি তথ্য দিয়ে সহজেই জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা যায়।
জন্ম নিবন্ধন নাম্বার কত ডিজিটের হয়?
জন্ম নিবন্ধন নাম্বার সাধারণত ১৭ ডিজিটের হয়ে থাকে। তবে, পুরাতন যেসব জন্ম নিবন্ধন আছে, সেগুলো ১৬ ডিজিটের হয়ে থাকে। তবে, এখন সবগুলো জন্ম নিবন্ধন সনদ ১৭ ডিজিটের করা হচ্ছে।
আবেদন | নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম |
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই করুন |
বর্তমান অবস্থা | জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা |
প্রতিলিপি | জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন |
শেষ কথা
আজকের এই ব্লগে আপনাদের সাথে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার উপায়, ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার উপায় এবং ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে ১৬ ডিজিটের কিংবা ১৭ ডিজিটের, যেকোনো জন্ম সনদের তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন।