জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

বর্তমান সময়ে জন্ম নিবন্ধন প্রত্যেক নাগরিকের থাকা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই জন্ম নিবন্ধন করার সময় জন্ম নিবন্ধন করতে কি কি লাগে এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। তার জন্য হয়তোবা অনেকেই google এর মধ্যে জন্ম নিবন্ধন করতে যা যা জিনিসের প্রয়োজন এই বিষয়টা জানতে চায়।

জন্ম নিবন্ধন করাতে গেলে বয়স ভেদে বিভিন্ন জিনিসের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে বয়স যত বেশি হবে তত তত বেশি বিভিন্ন ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে যেমন বয়স ৪৫ দিনের উপরে হলে স্কুল সার্টিফিকেট প্রয়োজন হতে পারে (যদি থাকে)।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার সময় যখন জন্ম তারিখ সিলেক্ট করবেন, তখন যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে সেগুলো দেখানো হবে। তাই আপনি প্রদত্ত ডকুমেন্টস গুলো অনলাইনে সাবমিট করে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন প্রসেস কমপ্লিট করতে পারবেন।

তবে বিভিন্ন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় কর্তৃক অতিরিক্ত ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে যেমন আপনি যদি উখিয়া/টেকনাফ থানায় হয়ে থাকেন, তাহলে এখানে রোহিঙ্গা থাকায় আপনি বাংলাদেশী কিনা এটা যাচাই করতে বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

এখন এই ডিজিটাল দুনিয়ায় জন্ম নিবন্ধন আবেদন, সংশোধন কিংবা জন্ম নিবন্ধন যাচাই ইত্যাদি অনলাইন ভিত্তিক করা হয়েছে। তাই আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন এর মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনার ইপিআই থেকে কার্ড, বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা রশিদ, পিতা মাতার সচল মোবাইল নাম্বার লাগে।

অনলাইন আবেদন কাজ কমপ্লিট করে যখন আপনার আবেদন পত্রটি ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা কার্যালয় কর্তৃক গ্রহণ করা হবে তখন অতিরিক্ত ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। তবে সেটা বয়স ভিত্তিক বেশ-কম হয়ে থাকে, এ ক্ষেত্রে বয়স যত বেশি হবে তত বেশি লাগবে।

৪৫ বা এর কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন করতে যা লাগবে

  1. EPI টিকা কার্ড বা হাসপাতালে ছাড়পত্র
  2. বাসা বাড়ির ট্যাক্স, কর পরিশোধের রশিদ
  3. আবেদনকারীর সচ্ছল মোবাইল নাম্বার
  4. মাতা পিতার অনলাইন জন্ম নিবন্ধন
  5. মাতা পিতার আইডি কার্ড/স্মার্ট কার্ড (যদি থাকে)

৪৫ দিন থেকে ৫ বছরের শিশুর জন্ম নিবন্ধন করতে যা প্রয়োজন

  1. EPI টিকা কার্ড বা হাসপাতালে ছাড়পত্র
  2. বাসা বাড়ির ট্যাক্স, কর পরিশোধের রশিদ
  3. আবেদনকারীর সচ্ছল মোবাইল নাম্বার
  4. মাতা পিতার অনলাইন জন্ম নিবন্ধন
  5. মাতা পিতার আইডি কার্ড/স্মার্ট কার্ড (যদি থাকে)
  6. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছাড়পত্র (যদি থাকে)

বয়স ৫ বছরের উপরে হলে যা প্রয়োজন

  1. বয়স প্রমাণের জন্য হাসপাতালের ছাড়পত্র/চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র
  2. পিতা মাতার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড
  3. পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন
  4. বাসা বাড়ির ট্যাক্স, কর পরিশোধের রশিদ
  5. প্রাইমারি স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

বড়দের জন্ম নিবন্ধন করতে কি কি লাগে

বড়দের জন্ম নিবন্ধন করতে বয়স প্রমাণের জন্য হাসপাতালে ছাড়পত্র, বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ, পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং স্কুল সার্টিফিকেটের প্রয়োজন। তবে এক্ষেত্রেও ইফিআই টিকা কার্ডের ভূমিকা অপরিহার্য।

তবে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় কার্যালয় কর্তৃক ডকুমেন্টসের বেশ আর কম হতে পারে। তাই আপনি অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার পরে অনলাইন আবেদন পত্রটি প্রিন্ট করুন এবং সেটা নিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *