জন্ম নিবন্ধন আবেদন ফরম [ডাউনলোড, পূরণ, প্রিন্ট]
আপনি যদি জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ না করেন তাহলে কখনোই আপনার জন্ম নিবন্ধন হবে না। আপনার নিজের বা ছেলেমেয়েদের জন্ম সনদ করাতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন আবেদন করতে হবে, আবেদন করার জন্য অবশ্যই ফরমের প্রয়োজন পড়বে।
তো এখন যদি আপনি কনফিউশন হয়ে যান যে, কোথায় এবং কিভাবে আমি ফরম ডাউনলোড করব বা পূরণ করব। এটা চিন্তা করে লাভ নেই, কেননা আজকে এই নিবন্ধে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আজকের এই কনটেন্টে আমি স্টেপ বাই স্টেপ গাইড আপনাদের সাথে দিতে চলেছি। যেখানে আপনারা পাবেন কিভাবে জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করতে হয় বা ডাউনলোড করতে হয় এইসব বিষয়।
আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি সিম্পল প্রসেস অবলম্বন করতে চান আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে, তাহলে আবেদনপত্র প্রিন্ট করে নিন। অনলাইন থেকে জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট করবেন তারপর পূরণ করে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে জমা দিবেন।
জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf
জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড করতে http://forms.mygov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করেন এবং আবেদন ফরম ডাউনলোড লিখে সার্চ করুন। এখন আপনার সামনে যে ফর্মটি এসেছে সেটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিন।
যদি এমন হতো, আমার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট বাটন দিয়ে থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফরমটা ডাউনলোড হয়ে যাবে তাহলে কেমন হয়। চিন্তার কোন কারণ নেই, নিচে আপনাদের সাথে এমন একটা বাটন শেয়ার করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন ফরম ডাউনলোডের অপশনে নিয়ে যাবে।
তবে নিচে একটা আমি স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছি যেটা ফলো করলে আপনি সরাসরি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত http://forms.mygov.bd এই ওয়েবসাইট থেকে ফরম টা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন জেনে আসি:-
- আপনার কম্পিউটার/ ল্যাপটপ/ স্মার্ট ফোন থেকে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন
- http://forms.mygov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন
- জন্ম নিবন্ধন আবেদন ফরম লিখে উল্লেখিত ওয়েবসাইটের সার্চ করুন
- এখন আপনার সামনে ফর্ম শো করবে সেখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করুন
আপনারা যদি সরাসরি জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে নিচে একটা বাটন দেয়া আছে সেখানে ক্লিক করুন। তবে আপনার যদি সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তাহলে উপরের স্টেপ গুলো ফলো করুন।
জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম
জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ মূলত নিবন্ধন কার্যালয় থেকে শুরু করে আপনি পর্যন্ত ৮টি ধাপে পূরণ করতে হবে। তবে আপনি যদি সরাসরি অনলাইনে আপনার জন্ম নিবন্ধন আবেদন করেন তাহলে একদম শেষ পর্যায়ে গিয়ে আপনার পুরনকৃত ফরম ডাউনলোড হবে।
তাই আমার রিকমেন্ড থাকবে অনলাইনে আপনার জন্ম নিবন্ধন আবেদন করার জন্য। এক্ষেত্রে যেমন সহজলভ্য তেমনি খুব দ্রুত কাজটা হয়ে যায়। তবে আপনি চাইলে অফলাইনে সরাসরি ইউনিয়ন পরিষদের পরিষেবা কার্যালয় যোগাযোগ করে ফরম জমা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে আবেদন পত্র টা অনলাইন থেকে ডাউনলোড করে সেটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হয় এ বিষয়ে চিন্তিত না হয়ে নিচের স্টেপ গুলো ফলো করুন:-
১. নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি দিন
দুই পেইজ এর ফরমটা ডাউনলোড করার পরে একদম উপরে ‘নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি’ নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে মূলত যার জন্য জন্ম নিবন্ধন আবেদন করতেছে তার বিভিন্ন ইনফরমেশন দিতে হবে।
প্রথমে অবশ্যই স্পষ্ট করে নাম বাংলাতে দিতে হবে, তারপরে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে, পর্যায়ক্রমের জন্ম তারিখ, পিতা মাতার কততম সন্তান, লিঙ্গ, জন্মস্থানের ঠিকানা বাংলা-ইংরেজি উভয় ভাষায় দিতে হবে।
২. পিতা মাতার বিবরণ
দ্বিতীয় অপশনে আপনাকে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার বিভিন্ন বিবরণ দিতে হবে। সে ক্ষেত্রে প্রথমে স্পষ্ট করে বাংলায় নাম লিখতে হবে, তারপর ইংরেজিতে ক্যাপিটাল লেটারের নাম লিখতে হবে, তারপর জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং যদি বিদেশ অবস্থানরত থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিতে হবে।
মা-বাবা দুজনেরই মূলত একই ধরনের ইনফরমেশন যাওয়া হয় যেগুলো উপরে উল্লেখ করেছি। সুতরাং আপনার মা-বাবার নাম ইত্যাদি ঠিক জন্ম নিবন্ধন বার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যেভাবে আছে সেভাবে দিবেন।
৩. স্থায়ী ঠিকানা বাংলা-ইংরেজি
স্থায়ী ঠিকানা বাংলার মধ্যে রয়েছে বাসা ও সড়ক নাম,নাম্বার তারপর ডাকঘর, পোস্ট কোড নাম্বার, গ্রাম/ পাড়া/মহল্লা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড, জেলা শহর সবগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে।
আরো পড়ুন:- জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
তারপর স্থায়ী ঠিকানা আপনাকে ইংরেজিতে দিতে হবে। সাধারণত বাংলার মধ্যে যেগুলো দিয়েছেন সেগুলো হুবহু ইংরেজিতে লিখে দিবেন। সুতরাং বাংলা ইংরেজি উভয় ফরমেটে স্থায়ী ঠিকানা পূরণ করার পরে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে।
৪. বর্তমান ঠিকানা বাংলা-ইংরেজি
বর্তমান ঠিকানা বাংলার মধ্যে রয়েছে বাসা ও সড়ক নাম,নাম্বার তারপর ডাকঘর, পোস্ট কোড নাম্বার, গ্রাম/ পাড়া/মহল্লা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড, জেলা শহর সবগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে।
ঠিক একই ভাবেই বর্তমান ঠিকানা আবার ইংরেজি দিতে হবে। সুতরাং বাংলা ইংরেজি আপনার জন্ম নিবন্ধনের আবেদন ফরমে বর্তমান ঠিকানা বসিয়ে দিন। তারপর আপনাকে চলে যেতে হবে পাঁচ নম্বর অপশনে।
৫. আবেদনকারীর প্রত্যয়ন
এ পর্যায়ে এসে আপনাকে মূলত যে ব্যক্তিটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছে তার বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। এক্ষেত্রে যদি নিজেই নিজের জন্ম নিবন্ধনের আবেদন করে তাহলে নিজ সিলেক্ট করতে হবে।
সুতরাং আবেদনকারীর নাম এবং ঠিকানা দিন। তারপর আবেদনকারী ব্যক্তির সহিত যার জন্য আবেদন করতেছে তার সাথে সম্পর্ক কি সেটা দিতে হবে। যদি মা-বাবা ব্যতীত অন্য কেহ হইলে জন্ম নিবন্ধন নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে।
তার নিচে আপনি একটা তারিখ দেয়ার অপশন দেখতে পাবেন, সেখানে যেদিন আবেদন করতেছেন ওই দিনের তারিখটি দিবেন।
৬. তথ্য প্রদানকারীর প্রত্যয়ন
এই পর্যায়ে এসে আপনাকে তথ্য প্রদান কারীর প্রত্যয়ন দিতে হবে। মূলত যার জন্য জন্ম নিবন্ধন করতেছেন, উনার সম্পর্কিত যে সমস্ত তথ্য যে ব্যক্তি দিতেছে ওনার প্রত্যয়ন দিতে হবে। তথ্য প্রদান কারীর প্রত্যয়ন এর মধ্যে দুই ধরনের রয়েছে
৭. যাচাইকারীর প্রত্যয়ন
১. জন্মস্থানের জন্ম তারিখ সম্পর্কিত তথ্য প্রদান কারীর প্রত্যয়ন অর্থাৎ এক নম্বরে আপনাকে দিতে হবে যে ব্যক্তি জন্মতারিখ এবং জন্মস্থান সম্পর্কিত তথ্য দিয়েছে উনার স্বাক্ষর, নাম এবং তারিখ। ২. স্থায়ী ঠিকানার তথ্য প্রদান কারীর প্রত্যয়ন অর্থাৎ দুই নাম্বারে যে ব্যক্তিটি স্থায়ী ঠিকানার তথ্য দিয়েছে উনার স্বাক্ষর, নাম এবং তারিখ দিতে হবে।
এখন আপনাকে যাচাই করে প্রত্যয়ন দিতে হবে তবে এটা অফিস করতে প্রোভাইড করা হবে, তাই এখানে আপনাকে হাতও বাজাতে হবে না। সাধারণত এখানে তিন ধরনের যাচাইয়ের কথা উল্লেখ করা থাকবে, প্রথমত জন্মস্থান এবং জন্ম তারিখ সম্পর্কিত, দ্বিতীয়ত বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্পর্কে যে ব্যক্তি যাচাই করেছে ওনার প্রত্যয়ন।
আরো পড়ুন:- জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
এই ক্ষেত্রেও যে ব্যক্তিটি যাচাই করেছে উনার সাথে যেই দিন যাচাই করেছে ওই দিনের তারিখটা দিতে হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় পরিদর্শকের সুপারিশ এটা না দিলেও চলবে তবে অনেক সময় দিতে হতে পারে।
৮. নিবন্ধকের কার্যালয় কর্তৃক পূরণীয়
এই অপশন এর মধ্যে এসে আপনাকে কিছুই পূরণ করতে হবে না। তাই এগুলো আমি এখানে বলতেছি না, বরং আমি উপরে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে কি কি লিখতে বলা হয়েছে সেগুলো পড়ুন। অবশ্যই পূরণ করার সময় সবগুলো সঠিক এবং সাবলীল দেয়ার চেষ্টা করবেন।
জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রিন্ট
অনেকে আছে যারা কিনা জন্ম নিবন্ধন আবেদন ফরম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারে না। বিশেষ করে হয়তো অনেকেই জানে না যে, কিভাবে অনলাইন থেকে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করতে হয়।
তাই আপনাদের জন্য নিচে একটা বাটন দিয়ে রেখেছি চাইলে সেখানে ক্লিক করে জন্ম নিবন্ধন আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কাছে প্রিন্টার থাকে তাহলে এখনই প্রিন্ট করেনি। যদি প্রিন্টা না থাকে তাহলে ডাউনলোড করে রাখুন এবং পরবর্তীতে কোন একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিবেন।